সত্যি কাহিনী অবলম্বনে- হৃদয় নাড়া দেয়ার মত
গল্প ।
একজন ডাক্তার একটি জরুরী সার্জারির জন্য
তাড়াহুড়ো করে আর
এক ডাক্তারকে হাসপাতালে ডেকে সে । তড়িৎ গতিতে হাসপাতালে পৌঁছে গেছে
হাসপাতালে ঢুকেই
সে নিজেকে দ্রুত প্রস্তুত
করে নিল সার্জারির জন্য
। এরপর সার্জারির ব্লক এ
গিয়ে সে দেখল রোগীর
( একটি ছোট্ট ছেলে )
বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায় , ডাক্তার কে দেখামাত্র
লোকটি চেঁচিয়ে উঠল-...আপনার আসতে এত দেরি লাগে? দায়িত্ববোধ
বলতে কিছু আছে আপনার?
আপনি জানেন আমার
ছেলে এখানে কতটা শোচনীয়
অবস্থায় আছে ???? ডাক্তার
ছোট্ট একটা মুচকি হাসি হেসে বলল-
" আমি দুঃখিত,
আমি হাসপাতাল এ ছিলাম
না, বাসা থেকে তাড়াহুড়ো করে এ তাই খানিক দেরি হল, এখন আপনি যদি একটু শান্ত
হন, তবে আমি আমার কাজ টা শুরু করি ?" লোকটি এবার যেন আরও রেগে গেলো,
ঝাঁঝাঁলো স্বরে বলল- "
ঠাণ্ডা হব? আপনার সন্তান
যদি আজ এখানে থাকতো? আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়াইয়া থাকতো, তবে আপনি কি করতেন?
শান্ত হয়ে বসে থাকতেন ??"
ডাক্তার আবার হাসলেন আর বললেন "
আমি বলব পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকে আমাদের সৃষ্টি আর মাটিতেই আমরা মিসে যাব !
ডাক্তার কাউকে দীর্ঘ
জীবন ডান করতে পারেন
না আপনি আপনার
সন্তানের জন্য
প্রার্থনা করতে থাকুন
আমরা আমাদের সর্বোচ্চ
চেষ্টা টা করব ।"
লোকটি পুনরায় রাগত
স্বরে বলল-
"যখন আপনার
টেনশন না থাকে তখন উপদেশ দেয়া সহজ ই !!"
এরপর ডাক্তার সাহেব
সার্জারির রুম এ চলে গেলো,
২ ঘণ্টার মত লাগলো ,
শেষে হাসি মুখে ডাক্তার
হাসি মুখে বের হয়ে এলেন,
"আলহামদুলিল্লাহ
অপারেশন সফল"
এরপর লোকটির উত্তরের
অপেক্ষা না করেই ডাক্তার
আবার বলে উঠলেন-
"আপনার কোন প্রশ্ন
থাকলে নার্স কে জিজ্ঞেস
করুন ", বলে তিনি চলে গেলেন ।
এরপর লোকটি নার্স কে বললেন-
"ডাক্তার এত ভাব নেন
কেন?
তিনি কি আর কিছুক্ষণ
এখানে দাঁড়াতে পারতেন না?
যাতে আমি ওনাকে আমার
সন্তান এর ব্যাপারে কিছু
জিজ্ঞেস করতাম ।" নার্স
কান্নায় ভেঙ্গে পড়লেন
আর জানালেন- ডাক্তার এর
ছেলে আজ সকালে মারা গেছেন রোড এক্সিডেন্ট এ, তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন , এখন আবার দৌড়ে চলে গেলেন- কবর
দিতে ....
#একজন মানুষ কে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না, কারণ
আপনি কখনই জানেন
না তিনি কিসের মাঝে আছেন ।
No comments:
Post a Comment